গ্রিসে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৬

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিসে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬৬ জন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে গ্রিসের লারিসা কেন্দ্রীয় শহর এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, যাত্রীবাহী একটি ট্রেন গ্রিসের রাজধানী এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকির দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আরেকটি মালবাহী ট্রেন লারিসার দিকে আসছিল। যাত্রাপথে ২টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে আগুন ধরে যায়।

আহতদের উদ্ধারে এবং আগুন নেভাতে সেখানে দ্রুত ছুটে যান জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা। আগুনের শিখা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের অন্তত ১৭টি গাড়ি উপস্থিত হয়।

থেসালি অঞ্চলের গভর্নর কনস্তান্তিনোস অ্যাগোরাস্তোস জানিয়েছেন, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যাত্রীবাহী ট্রেনটিতে অন্তত ৩৫০ জন যাত্রী ছিলেন।

স্কাই নিউজের ধারণকৃত ভিডিওতে দেখা যায়, ট্রেনের ২টি বগি বিধ্বস্ত হয়ে মাটির সঙ্গে মিশে গেছে এবং সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে, অন্য বগিগুলোর জানালা ভেঙে গেছে। সংঘর্ষের মাত্রা এতটাই শক্তিশালী ছিল যে, ট্রেনের ধ্বংসাবশেষ উড়ে গিয়ে রাস্তায় পড়ে।

বিধ্বস্ত বগির ভেতর কেউ আটকে আছেন কি না দেখতে উদ্ধারকারীদের টর্চলাইট নিয়ে ছোটাছুটি করতে দেখা গেছে।

ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভাসিলিস ভারথাকোগিয়ানিস জানিয়েছেন, '২ ট্রেনের মধ্যে যেভাবে সংঘর্ষ হয়েছে, বর্তমানে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে।'

লেখক : গ্রিসপ্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

40m ago