হত্যা মামলার আসামি রাজবিন্দরকে অস্ট্রেলিয়ার কাছে হস্তান্তর করল ভারত
অস্ট্রেলীয় তরুণীকে হত্যার দায়ে অভিযুক্ত রাজবিন্দর সিংকে ভারত থেকে অস্ট্রেলিয়ায় হস্তান্তর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লি থেকে রাজবিন্দরকে মেলবোর্নে নেওয়া হয়। আজ বুধবার তাকে কুইন্সল্যান্ডে নেওয়া হয়েছে। সেখানকার আদালতে অভিযুক্তের বিচারকাজ শুরু হবে।
২০১৮ সালে কুইন্সল্যান্ডের সমুদ্র সৈকতে হাঁটার সময় সঙ্গে থাকা কুকুর ঘেউ ঘেউ করলে অস্ট্রেলীয় তরুণী তোয়াহ কর্ডিংলিয়ের সঙ্গে তর্ক হয় অভিযুক্ত অস্ট্রেলিয়ার নাগরিক রাজবিন্দরের।
পরে তিনি ওই তরুণীকে হত্যা করেন এবং অস্ট্রেলিয়ায় স্ত্রী ও সন্তান রেখে ভারতে পালিয়ে যান।
পুলিশের অভিযোগ, কর্ডিংলিকে হত্যার পর উত্তর ভারতের পাঞ্জাবে পালিয়ে গিয়েছিলেন রাজবিন্দর। কুইন্সল্যান্ড পুলিশ তার খোঁজ পেতে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
৪ বছর অনুসন্ধানের পর ভারতীয় কর্তৃপক্ষ ৩৮ বছর বয়সী রাজবিন্দরকে গত বছরের নভেম্বরে গ্রেপ্তার করে। অভিযুক্তকে খুঁজে বের করতে কুইন্সল্যান্ড পুলিশ ভারতে গিয়েছিল।
কুইন্সল্যান্ড পুলিশের গোয়েন্দা ইন্সপেক্টর সোনিয়া স্মিথ আজ বুধবার বলেন, 'তদন্তে আপস করা হয়নি। নিহত তোয়াহ, তার পরিবার এবং বন্ধুদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হয়েছে।'
তিনি বলেন, 'আমরা কর্ডিংলিয়ের পরিবারের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। ২০১৮ সালের সেই দিন থেকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করা হয়েছে। এটি একটি দীর্ঘ যাত্রা।'
ভারত থেকে প্রত্যর্পণের শুনানিতে রাজবিন্দর আদালতে বলেছিলেন, তিনি অভিযোগের বিরুদ্ধে লড়াই করতে অস্ট্রেলিয়ায় ফিরে যেতে চান।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments