আবুধাবিতে লটারিতে ১০৫ কোটি টাকা জিতলেন বাংলাদেশি রায়ফেল

দ্য বিগ টিকিট লটারি
আবুধাবিতে ১০৫ কোটি টাকার ‘দ্য বিগ টিকিট’ লটারিবিজয়ী প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ রায়ফেল। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে 'দ্য বিগ টিকিট' লটারিতে ৩৫ মিলিয়ন দিরহাম বা ১০৫ কোটি টাকা পেয়েছেন প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ রায়ফেল৷

আরব আমিরাতের আল আইনে বসবাসরত রায়ফেলের টিকিট নম্বর ০৪৩৬৭৮। তার সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।

আমিরাতের সংবাদমাধ্যমে এ সংবাদ ফলাও করে প্রচার করেছে।

প্রায় ৩ দশক আগে ১৯৯২ সালে আবুধাবি এয়ারপোর্ট ও শহরের প্রমোশনের জন্য 'বিগ টিকেট' লটারি চালু করা হয়। প্রতি মাসে এই লটারির ড্র হয়।

প্রথমস্থানের জন্য পুরস্কারের অর্থের পরিমাণ প্রতি মাসে পরিবর্তন হয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারির প্রথম পুরষ্কার ছিল ৩৫ লাখ দিরহাম।

এ মাসের দ্বিতীয় পুরস্কার জিতেছেন ভারতীয় নাগরিক উমশাদ উল্লি ভেটিল। তিনি পেয়েছেন ১০ লাখ দিরহাম। আরও ৩ ভারতীয় নিরশাদ নজর, রবিন কাদিয়ান ও আব্দুল বুরহান পুথিয়াভেটিল প্রত্যেকে ১ লাখ দিরহাম করে জিতেছেন।

লেখক: আরব আমিরাতপ্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

28m ago