সিডনিতে সিবিজি গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড ২০২২

সিডনিতে অনুষ্ঠিত হয়েছে সিবিজি গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড ২০২২। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়াতে এখন বাস করছে প্রায় ১ লাখ ৫০ হাজার বাংলাদেশি। দেশটিতে বহুজাতিক সংস্কৃতির যে অবাধ চর্চা ও বিকাশের সুযোগ রয়েছে, তা পুরোপুরি কাজে লাগাচ্ছেন তারা। নিজস্ব শিল্প, সাহিত্য ও ভাষা চর্চায় তারা অনেকটাই এগিয়ে আছেন অন্যান্য কমিউনিটি থেকে।

অস্ট্রেলিয়ার বাণিজ্য নগরী সিডনিতে সবচেয়ে বেশি বাংলাদেশির বাস। প্রায় ৫০ হাজার বাংলাদেশি অধ্যুষিত সিডনি খুব স্বাভাবিকভাবেই হয়ে উঠেছে প্রবাসী বাংলা সংস্কৃতির তীর্থক্ষেত্র।

মহামারি করোনার পর প্রতি সপ্তাহেই অনুষ্ঠিত হচ্ছে কোনো না কোনো অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে 'সিবিজি গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড' অনুষ্ঠান। দীর্ঘ ৩ মাসব্যাপী প্রতি শনিবার লাকেম্বার গ্রামীণ রেস্টুরেন্টে সিবিজি গ্লোবালের ব্যবস্থাপনায় ১০টি লাইভ মিউজিক সেশন আয়োজন করা হয়। সিডনির নবীন শিল্পীরা এতে অংশ নেন। তাদের মধ্যে যারা সেরা পারফর্ম করেছেন, সেই সেরা শিল্পীদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড দেওয়া হয়।

এ জাতীয় একটি আয়োজন অস্ট্রেলিয়াতে এই প্রথম। তাই সিবিজি গ্লোবাল এডুকেশন ও মাইগ্রেশনের এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে।

সিবিজি গ্লোবাল এডুকেশন ও মাইগ্রেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ মাহবুব মোর্শেদ বলেন, 'আমরা আশা করছি এ ধরনের উদ্যোগের মাধ্যমে অস্ট্রেলিয়াতে বসবাসকারী বাংলাদেশি নবীন শিল্পীরা আরও বেশি অনুপ্রাণিত হবেন ও নতুন প্রজন্মকে আমরা বাংলা সংস্কৃতি চর্চায় আরও উৎসাহ দিতে পারব। ভবিষ্যতে আমাদের প্রতিষ্ঠান থেকে নতুন নতুন উদ্যোগ নিয়ে এই প্রশান্ত মহাসাগরের তীরে বাংলাদেশিদের পদচারণা আরও আলোকিত করে তুলব।'

অনুষ্ঠানের বিশেষ অতিথি রোজল্যান্ড ওয়ার্ডের কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা ও ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী শিল্পীদের মাঝে অ্যাওয়ার্ড হস্তান্তর করেন। অ্যাওয়ার্ড পাওয়া শিল্পীরা হলেন মাহিদুল আলম, ফরাইজি নুসরাত মৌমিতা, জাহাঙ্গীর আলম, তানজীনুর রহমান দিপ্ত, আফরা ইবনাথ বিভা, মিঠু স্বপ্ন, এলেন জোসেফ, প্রিয়ম দাস ও সালাউদ্দিন শিপলু।

ক্ষুদে শিল্পীদের মধ্যে অ্যাওয়ার্ড গ্রহণ করেছে সৈয়দা আরুশিয়া উমায়জা, সামিন ইয়াসার জামান, শায়ান ইয়াসার জামান ও অতলান্তিক রিদ্ধ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা ও কাউন্সিলর মাসুদ চৌধুরীকে সম্মাননা পদক হস্তান্তর করেন সিবিজি গ্লোবালের পরিচালক ড. রাজিব মজুমদার। পুরো অনুষ্ঠানটি ইয়েস টিভি সরাসরি সম্প্রচার করে। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়াপ্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

Has IMF experiment delivered?

Two years after Bangladesh turned to the International Monetary Fund (IMF) for a $4.7 billion bailout to address its worsening macroeconomic pressures, the nation stands at a crossroads.

10h ago