পর্তুগালে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’

হাওয়া সিনেমার পোস্টার
পর্তুগালে মুক্তি উপলক্ষে হাওয়া সিনেমার পোস্টার।

এবার পর্তুগালে মুক্তি পাচ্ছে বাংলা সিনেমা 'হাওয়া'।

আগামী শনিবার সকাল ১১টায় দেশটির রাজধানী লিসবনে বাইশা সিয়াদো মেট্রোর পাশে সিনেমা ইডিয়েলে উদ্বোধনী শোর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি দর্শকদের জন্য উন্মুক্ত হবে 'হাওয়া'।

একই হলে ২২ ও ২৩ অক্টোবর সকাল ১১টায় সিনেমাটির আরও একটি করে শো চলবে।

বাঙালি অধ্যুষিত বেনফোরমোসো রোডে মাতৃভাণ্ডার ও বিডি সুপার মার্কেটে 'হাওয়া'র  অগ্রিম টিকিট পাওয়া যাবে।

পর্তুগালে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমা বাণিজ্যিকভাবে মুক্তি ও প্রদশর্নের উদ্যোগ নেওয়া হয়েছে। 

'হাওয়া' প্রদর্শনের উদ্যোক্তা জামাল উদ্দিন বলেন, 'পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির বসবাস প্রায় ৩৫ বছর এবং এখানে প্রায় ২৫ হাজার প্রবাসী বাংলাদেশি আছেন। কিন্তু দেশীয় ছবি প্রবাসে দেখার সুযোগ পায়নি কখনও। তাই এবার আমরা হাওয়ার মাধ্যমে সূচনার উদ্যোগ নিলাম'।

এ নিয়ে বাংলাদেশ কমিউনিটির মানুষের মধ্যে উচ্ছ্বাস ও আবেগ দেখা যাচ্ছে।

প্রবাসী কয়েকজন বাংলাদেশি জানিয়েছেন, পর্তুগালে হলিউড বা বলিউডের সিনেমা নিয়মিত দেখার সুযোগ থাকলেও বাংলাদেশি সিনেমা কখনো দেখার সুযোগ হয়নি। তাই হাওয়ার মুক্তির খবরে সবাই অনেক উচ্ছ্বসিত।

মো. রাসেল আহম্মেদ, পর্তুগালপ্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English

Army chief meets Khaleda Zia

Chief of Army Staff General Waker-uz-Zaman met BNP Chairperson Khaleda Zia tonight

1h ago