রানির শোকে কালো রঙ ধারণ করেছে সিডনির অপেরা হাউস

ছবি: এপি

রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৭৩ সালের ২০ অক্টোবর সিডনির বেনেলং পয়েন্টে অপেরা হাউস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। তখন অপেরা হাউস রানির সম্মানে ও ভালোবাসায় আলোকিত হয়ে উঠেছিল। সেই অপেরা হাউস আজ এবং আগামীকাল রানির প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে কালো রঙ ধারণ করেছে।

সিডনি অপেরা হাউসের ছায়ায় দাঁড়িয়ে আজ থেকে ৪৯ বছর আগে রানি সবসময় অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ানদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। উদ্বোধনকালে তিনি বলেছিলেন, 'এটা আমার কর্তব্য এবং আমার আনন্দ।'

রানি বলেছিলেন, 'ভবনটি বিশ্বের কল্পনাকে ধারণ করেছে। মানুষের আত্মা কখনও কখনও ডানা বা পাল হয়ে উড়ে যেতে চায়। এই হাউস সাধারণ নয়।'

১৯৫৪ সালের ৩ ফেব্রুয়ারি যখন সদ্য মুকুটধারী রানি অস্ট্রেলিয়ায় প্রথম সফর করেন, তখন সিডনিতে কোথাও একটি ভালো মানসম্পন্ন সাংস্কৃতিক কেন্দ্র ছিল না। এখন অপেরা হাউজ অস্ট্রেলিয়ার এক নম্বর পর্যটন গন্তব্য। এটি বছরে প্রায় ১ কোটি দর্শককে স্বাগত জানায়। বিশ্বের অন্যতম ব্যস্ত পারফরমিং আর্ট সেন্টারগুলোর একটি এটি।

উদ্বোধনের ২৭ বছর পর ২০০০ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ অপেরা হাউস থেকেই অস্ট্রেলিয়ায় ২ সপ্তাহের সফর শুরু করেন।

রানির মৃত্যুতে আজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্বে ৯৬ বন্দুকের স্যালুট দেওয়া হয়েছে। ক্যানবেরার পার্লামেন্ট হাউসে পতাকা অর্ধনমিতভাবে উড়ানো হয় আজ। অস্ট্রেলিয়ায় রানির প্রতিনিধি গভর্নর জেনারেল ডেভিড হার্লি জাতির উদ্দেশে এ উপলক্ষে ভাষণ দেন।

 

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English
explanations sought from banks for unusual USD rates

Explanations sought from 13 banks for higher dollar rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

2h ago