যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই শিক্ষার্থী  নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত ২ বাংলাদেশি শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ২ শিক্ষার্থী নিহত হয়েছেন। তাদের একজন ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী শাকিল আলী (১৯) এবং অন্যজন বোস্টনের এমআইটিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার উদ্দিন আহমেদ (১৯)।

দুর্ঘটনায় তাদের আরও ৩ বন্ধু আহত হয়েছেন। তারা হলেন- তাহমিদুর চৌধুরী (১৯), সুব্রত চৌধুরী (১৯) এবং যসোয়া রিভারা (১৮)। ৫ বন্ধু একটি দোকানে আইসক্রিম কিনতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।

শুক্রবার রাতে নিই জার্সির বাংলাদেশি অধ্যুষিত প্যাটারসন শহরের উডহ্যাল রোডে এই দুর্ঘটনা ঘটে।

নিউজার্সি রাজ্যের প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর এবং লিটল ফলস পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ওই রাস্তা, হতাহতদের জিপের সঙ্গে একটি মার্সিডিজ গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শাহরিয়ার উদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহত বাকি ৪ বন্ধুকে পাশের সেন্ট যোসেফ ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান শাকিল। বাকি ৩ জন ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

অ্যামাজনের ইন্টার্ন হিসেবে কর্মরত শাকিল আলী ছিলেন ফিউচার বিজনেস লিডারস অব আমেরিকার প্রেসিডেন্ট এবং রোহ ক্যাপ্পা অনর সোসাইটির ট্রেজারার ।

নিহত শাহরিয়ার ছিলেন সবুজ বাংলাটিভির টেকনোলজি পরিচালক। তিনি হোমওয়ার্কে সহযোগিতার জন্যেপ্যাটারসন এলাকার কংগ্রেসম্যান বিল প্যাসক্রলের নামে তিনি একটি অনলাইন টিউটোরিং এ্যাপ চালু করেন।

দুই তরুণের অকাল প্রয়াণে প্যাটারসন শহরের বাঙালিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের দাফন এবং আহতদের চিকিৎসায় তাৎক্ষণিক সহযোগিতায় সামাজিক যোগাযোগমাধ্যমে হতাহতের বন্ধুরা 'গো ফান্ড ফর মি' একাউন্ট খুলেছেন। ৩০ হাজার ডলার সংগ্রহের লক্ষ্যে খোলা এই একাউন্টে রোববার দুপুর পর্যন্ত ২৫৬ জন ছাত্র-ছাত্রী ১৫ হাজার ৫৪৫ ডলার দিয়েছেন।

এদিকে, প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর অফিস জানায় যে, দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ব্যাপারে কারো কিছু জানা থাকলে ১-৮৭৭-৩৭০-৭২৭৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। 

লেখক:  নিউইয়র্কপ্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Remittance rises 30% in July

Migrants sent home $2.47 billion in the first month of the current fiscal year

5h ago