আইসিডিডিআরবিতে ঘণ্টায় ৫৩ ডায়রিয়া রোগী

আইসিডিডিআরবির মহাখালী হাসপাতালে এক ডায়রিয়া রোগীর চিকিৎসা চলছে। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর ও এর আশপাশের এলাকায় ডায়রিয়ার প্রকোপ বাড়ায় প্রতি ঘণ্টায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মহাখালী হাসপাতালে ৫০ জনের বেশি রোগী ভর্তি হচ্ছেন।

আইসিডিডিআরবি কর্তৃপক্ষ বলছে, গত ১ সপ্তাহ ধরেই ডায়রিয়ার এই প্রকোপ চলছে। আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে মোট ১ হাজার ২৭২ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। সে হিসেবে প্রতি ঘণ্টায় ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৫৩ জন।

আইসিডিডিআরবির দেওয়া হিসাব অনুসারে, গত ১ সপ্তাহে মহাখালী হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৮ হাজার ১৫২ জন।

এ অবস্থায় অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হাসপাতাল প্রাঙ্গণে তাঁবু টানিয়ে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

এ বিষয়ে হাসপাতালের প্রধান বাহারুল আলম আজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভর্তি হওয়া রোগীদের বেশিরভাগ ঢাকার যাত্রাবাড়ি এলাকার। কোভিড সংক্রমণ চলার সময় দৈনিক ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১০০'র নিচে নেমে এসেছিল। মানুষ এখন সম্ভবত নিয়মিত হাত ধোয়ার অভ্যাস ছেড়ে দিয়েছে এবং রাস্তার খাবার খাচ্ছে।'

এ অবস্থায় ডায়রিয়া থেকে নিরাপদে থাকার জন্য বিশুদ্ধ পানি খাওয়ার পাশাপাশি রাস্তার পাশের খাবার খাওয়া বাদ দেওয়ার পরামর্শ দেন বাহারুল আলম।

তিনি জানান, সাধারণত, প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ ডায়রিয়া রোগী এখানে চিকিৎসা নিতে আসে, যা বর্ষাকালের আগে কিছুটা বাড়ে। এবং এপ্রিলের শেষ সপ্তাহে শীর্ষে পৌঁছায়। কিন্তু এই বছরের চিত্র অনেকটা ব্যতিক্রম। কারণ, চলতি বছরে মার্চের প্রথম সপ্তাহে প্রতিদিন গড়ে ৫০০ রোগী ভর্তি হয়েছে, যা দ্বিতীয় সপ্তাহে বেড়ে ৬০০'তে দাঁড়ায়। আর ১৭ মার্চ থেকে দৈনিক ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে।

আইসিডিডিআরবির মহাখালী হাসপাতালে ডায়রিয়া রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, ভর্তি হওয়া রোগীদের সাধারণত ২৪ ঘণ্টার মধ্যেই ছেড়ে দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Domestic tourism heats up this winter

The local tourism industry was suffering from apprehension over the loss of business amid a long recession stemming from mass unrest, which began in July

2h ago