পরিকল্পনামন্ত্রী করোনায় আক্রান্ত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। স্টার ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বর্তমানে সুস্থ আছেন এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

করোনায় আক্রান্ত হওয়ায় তিনি আর একনেক বৈঠকে অংশ নেননি। পরে একনেক-পরবর্তী সংবাদ সম্মেলনে নেতৃত্ব দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

উল্লেখ্য, এর আগেও একবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছিলেন পরিকল্পনামন্ত্রী।

Comments

The Daily Star  | English

Will protect investments of new entrepreneurs: Yunus

Yunus held a meeting with young entrepreneurs at the state guest house Jamuna where15 male and female entrepreneurs participated

5h ago