পরিবেশ এখন পর্যন্ত ভালো, তবে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে: তৈমূর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার অভিযোগ তুলেছেন, একটি ভোটকেন্দ্রে তার এজেন্টকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে।
আজ রোববার সকাল সাড়ে ৮টায় শহরের মাসদাইরে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (এম এ) মাদ্রাসা কেন্দ্রে তিনি নিজের ভোট দেন। ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ তোলেন।
নিজে ভোট দেওয়ার আগে তৈমূর আলম খন্দকার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন।
ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্র আসতে পারেন তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তিনি ১ লাখ ভোটের ব্যবধানে জয়লাভ করবেন।
ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, 'এখন পর্যন্ত পরিস্থিতি ভালো। তবে, চূড়ান্ত ভালো হবে ভোট গণনার পরে।'
Comments