তৈমূরের প্রধান নির্বাচনী এজেন্টের বাড়িতে অভিযান, ১০ নেতা-কর্মী গ্রেপ্তার

তৈমূর আলম খন্দকার। ছবি: স্টার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট এটিএম কামালের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। এ ছাড়া গত কয়েকদিনে হাতি মার্কার পক্ষে কাজ করা ১০ জন নেতা-কর্মী ও নির্বাচনী এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তৈমূর।

তবে অভিযোগের ব্যাপারে পুলিশ বলছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নামে মামলা ছিল।

তৈমূর আলম খন্দকার আজ সন্ধ্যায় তার নেতা-কর্মীদের গ্রেপ্তারের ব্যাপারে সাংবাদিকদের সামনে এই অভিযোগ তোলেন।

তৈমূর বলেন, গত কয়েকদিনে আমার ১০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে আমার প্রধান নির্বাচনী এজেন্ট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় তিনি বাড়িতে ছিলেন না।

তিনি জানান, মো. মমতাজ মিয়া, মো. জামাল, মো. গিয়াসউদ্দিন প্রধান, আহসান হোসেন ভূইয়া, মনির হোসেন, আহসানউল্লাহ, কাজী জসিম উদ্দিন, মো. বোরহান উদ্দিন, আবুতাহের ও জয়দেব চন্দ্র মন্ডলকে গ্রেপ্তার করেছে। তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

অভিযোগের ব্যাপারে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। এসব কেন অভিযোগ করছে আমি জানি না। ফোর্স নির্বাচন নিয়ে কাজ করছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নামে মামলা ছিল। তারা জামিনও নেয়নি।'

Comments

The Daily Star  | English
Bangladesh Bank allows paying foreign university fees

Banking reform roadmap crucial for stability, confidence

Financial sector's future hinges on effective execution of three-year reform

3h ago