খালেদা জিয়া ও হাজী সেলিমের ক্ষেত্রে আইনের প্রয়োগ ভিন্ন কেন?
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম দুজনই দণ্ডপ্রাপ্ত আসামি। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। অন্যদিকে দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ড নিয়ে দেশের বাইরে থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন হাজী সেলিম। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমগুলোতে চলছে নানা আলোচনা সমালোচনা।
ভিন্ন দুই দলের দুই রাজনীতিবিদের ক্ষেত্রে আইনের প্রয়োগে এত ফারাক কেন? ক্ষমতাসীন দলের রাজনীতিবিদ হওয়ার কারণেই কি বিশেষ সুবিধা পেলেন হাজী সেলিম?
স্টার ভিউজরুমে ভিন্ন দুই রাজনীতিবিদের প্রতি আইনের ভিন্ন প্রয়োগ নিয়ে আলোচনায় দেবযানী শ্যামার সঙ্গে আছেন দ্য ডেইলি স্টার বাংলা সম্পাদক গোলাম মোর্তোজা।
Comments