বইমেলায় ফকির আলমগীরের নতুন ৪ বই

ফকির আলমগীর। ছবি: স্টার ফাইল ফটো

একুশে পদকপ্রাপ্ত প্রয়াত খ্যাতিমান গণসংগীত শিল্পী ফকির আলমগীরের নতুন ৪টি বই এবারের একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে। বইগুলো হলো -দেশ দেশান্তর, স্বাধীনতা সংগ্রাম লাল সবুজের পতাকায়, সংস্কৃতিতে আমাদের মুক্তিযুদ্ধ ও মায়ের মুখ।

এর মধ্যে অনন্যা থেকে প্রকাশিত হয়েছে ৩টি বই এবং রিদম প্রকাশনী প্রকাশ করেছে ১টি বই।

আজ বৃহস্পতিবার দুপুরে ফকির আলমগীরের স্ত্রী বেগম সুরাইয়া আলমগীর দ্য ডেইলি স্টারকে বলেন, 'মৃত্যুর আগে ফকির আলমগীর পান্ডুলিপিগুলো রেডি করে গিয়েছিলেন। দেশ দেশান্তর বইটির পান্ডুলিপি মৃত্যুর ১০ দিন আগে প্রকাশককে দিয়ে গিয়েছিলেন।'

'এর মধ্যে দুটি বইয়ের ভূমিকা তিনি লিখে গেছেন। বাকি দুটি বইয়ের ভূমিকা আমি লিখেছি। উৎসর্গগুলোও আমাকে ঠিক করে দিতে হয়েছে। আমি চাই গানের মানুষ ও সংস্কৃতির মানুষ ফকির আলমগীরের নতুন বইয়ের কথা পাঠকরা জানুক এবং তার লেখা পড়ুক,' বলেন তিনি।

বেগম সুরাইয়া আলমগীর আরও বলেন, 'তার লেখা আরও পান্ডুলিপি রয়েছে। ধীরে ধীরে সেগুলোও বই আকারে বের হবে।'

ফকির আলমগীর ছিলেন ঋষিজের প্রতিষ্ঠাতা সভাপতি। তার মৃত্যুর পর স্ত্রী বেগম সুরাইয়া আলমগীর সংগঠনটির সভাপতি হয়েছেন।

ফকিরের আলমগীরের স্ত্রীও লেখালেখি করেন। তারও ৩টি বই এবারের বই মেলায় প্রকাশিত হয়েছে। বইগুলো হচ্ছে- আমি জলকন্যা আমি পাহাড়ি কন্যা, তারার দেশের মেয়ে ও মানবতার জয়গান।

Comments

The Daily Star  | English

JnU students enforce shutdown, boycott classes

The student leaders threatened to besiege Secretariat if their demands are not met by this afternoon

28m ago