বইমেলার সময় বাড়ছে ১৭ মার্চ পর্যন্ত

একুশে গ্রন্থমেলা, আদর্শ প্রকাশনী, বাংলা একাডেমি,
স্টার ফাইল ছবি

অমর একুশে বইমেলার সময় আগামী ১৭ মার্চ পর্যন্ত বাড়ছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

আজ রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

বইমেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বইমেলার সময় ১৭ মার্চ পর্যন্ত বৃদ্ধির বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

গত ১৫ ফেব্রুয়ারি গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রাথমিক ঘোষণা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি মেলা শেষ হওয়ার কথা ছিল। সে অনুযায়ী প্রকাশকদের কাছ থেকেও স্টল বরাদ্দের ভাড়া অর্ধেক নেওয়া হয়েছে।

এবারের বই মেলার মূল প্রতিপাদ্য 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। ছুটির দিনগু‌লো‌তে মেলা শুরু হবে সকাল ১১টায়।

২০২২ সালের বইমেলায় মোট ৫৩৪টি প্রতিষ্ঠানকে ৭৭৬টি ইউনিট স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানের জন্য রয়েছে ১৪২টি স্টল। সোহরাওয়ার্দী উদ্যানে ৪৩২টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ৬৩৪টি স্টল। ৩৫টি রয়েছে প্যাভিলিয়ন ।

সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের পূর্ব পাশে লিটল ম্যাগাজিনের জন্য জায়গা বরাদ্দ করা হয়েছে। ১২৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

ACC to sue Hasina, Rehana and her children over Purbachal plot allocation

The allocations include six plots, each measuring 10 kathas, in the diplomatic zone of Purbachal New Town project

34m ago