বইপ্রেমীদের জন্য বই বিনিময় উৎসব
রাজধানীতে দ্বিতীয়বারের মতো বই বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে বইপ্রেমীরা একে অন্যের সঙ্গে বই বিনিময় করেছেন। শুক্রবার লালমাটিয়ায় আড়ং সংলগ্ন মাঠে বইবন্ধুর আয়োজনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বই বিনিময় উৎসব চলে।
উৎসবে আসা হাসনাত কাদির দ্য ডেইলি স্টারকে বলেন, 'বইমেলার বাইরে বইবন্ধু দারুণ কাজ করছে। যে বইগুলো আমি পড়ে ফেলেছি, সেগুলোর বিনিময়ে অন্য বই নিতে পারছি। এটা ভালো একটি উদ্যোগ।'
কাজরুল ইসলাম ফাইহান বলেন, 'বইবন্ধুর উদ্যোগের কথা ফেসবুক থেকে জানতে পারি। আর এখানে এসে অবাক হয়েছি। বই নিয়ে এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। পুরনো বই পরিবর্তন করার এমন সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে।'
উৎসবের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন তোহা দ্য ডেইলি স্টারকে জানান, গত বছর বিনিময় উৎসবের প্রথম পর্বে প্রায় ১৫ হাজার বই বিনিময় হয়। যার আর্থিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। প্রথমবারের আয়োজনে দারুণ সাড়া পেয়ে আমরা দেশের প্রতিটি বিভাগ ও জেলায় বছরে একদিন বই বিনিময় উৎসব আয়োজনের কথা ভাবছি।
তিনি বলেন, 'এবারের বই বিনিময়ে উৎসবে আমাদের লক্ষ্য ছিল ২৫ হাজার বই বিনিময়ের। কিন্তু, তা হয়নি। এবারও ১৫ হাজারের মতো বই বিনিময় হয়েছে। তবে, এবার নতুন আয়োজন ছিল শিশু কর্নার।'
বইবন্ধুর কর্মী আরিফ হোসেন তাহসিন বলেন, 'দীর্ঘ ২ মাসের পরিশ্রমের পর আজকের এই আয়োজন। বইবন্ধুর আজকের আয়োজনে কাজ করছে ১২০ জন স্বেচ্ছাসেবী। তারা সবাই বই ভালোবেসে কাজ করছে। সামাজিক মুক্তির অংশ হিসেবে এমন উদ্যোগে সবার সার্বিক সহযোগিতা এগিয়ে যেতে অনুপ্রেরণা দিচ্ছে।'
Comments