তর্ক বাংলার প্রকাশিত হলো ‘তর্ক’
বাংলা সাহিত্য সংস্কৃতি বিষয়ক জার্নাল তর্ক বাংলা নিয়মিত প্রকাশ হচ্ছে। এর মধ্যে প্রথমবারের মত প্রতিষ্ঠাবার্ষিকীতে তর্ক বাংলা'র ছাপা হয়েছে পত্রিকা 'তর্ক' শিরোনামে। সংখ্যাটি সম্পাদনা করেছেন কবি সাখাওয়াত টিপু। প্রকাশক মাহবুব লিটন। প্রচ্ছদ করেছেন শিল্পী রাজীব দত্ত।
বিষয় বৈচিত্র্যে সংখ্যাটি সাজানো হয়েছে সাক্ষাৎকার, অপ্রকাশিত সাক্ষাৎকার, বিদেশি সাক্ষাৎকার, অভিভাষণ, প্রবন্ধ, দর্শন, অনুবাদ প্রবন্ধ, গল্প, রহস্য গল্প, অনুবাদ গল্প, কবিতা, ঐতিহ্য ও দুষ্প্রাপ্য চিত্রকলা দিয়ে।
এতে প্রকাশিত হয়েছে সাংবাদিক ও লেখক মতিউর রহমান, নাট্যজন সৈয়দ জামিল আহমেদ, আলোকচিত্রী শহিদুল আলম, লেখক ও অধ্যাপক সলিমুল্লাহ খান এবং সাংবাদিক ও লেখক নূরুল কবীরের সাক্ষাৎকার। আছে কথাসাহিত্যিক মাহমুদুল হকের অপ্রকাশিত সাক্ষাৎকার। সমকালীন দুজন কিংবদন্তী প্রাবন্ধিক ও কবি হোসে কোজের এবং শেক্সপিয়র গবেষক ও লেখক মাইকেল ডবসনের সাক্ষাৎকারও ছাপা হয়েছে।
প্রকাশিত হয়েছে লেখক ও গবেষক আকবর আলি খানের অভিভাষণ। প্রবন্ধ লিখেছেন ফয়জুল লতিফ চৌধুরী, খন্দকার সাখাওয়াত আলী ও আ-আল মামুন। রয়েছে দর্শন বিষয়ক অনূদিত লেখা লুইস আলথুসার ও আলাঁ বাদিয়ুর। অনুবাদ প্রবন্ধ হোর্হে লুইস বোর্হেসের।
গল্প লিখেছেন সৈয়দ মনজুরুল ইসলাম, ওয়াসি আহমেদ, ইমতিয়ার শামীম, খোকন কায়সার, রোকন রহমান ও মানস চৌধুরী। রহস্য গল্প লিখেছেন মাসুদ আনোয়ার। রয়েছে অনুবাদ গল্প উইলিয়াম ফকনারের। কবিতা লিখেছেন মুহম্মদ নূরুল হুদা, শিহাব সরকার, আসাদ মান্নান ও সৈয়দ তারিক। জাপানের ঐতিহ্যবাহী মাৎসুরি উৎসব নিয়ে লিখেছেন লেখক ও সাংবাদিক মনজুরুল হক। এতে তর্ক বাংলার বিশেষ আবিষ্কার আদিবাসী শিল্পী চুনিলাল দেওয়ানের দুষ্প্রাপ্য শিল্পকর্ম উপস্থাপন করা হয়েছে।
৪৬৪ পৃষ্ঠার তর্ক'র প্রথম বর্ষের প্রথম সংখ্যার দাম রাখা হয়েছে ৬০০ টাকা। শিল্প-সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক চর্চার প্রতি আগ্রহী পাঠক সংগ্রহ করতে পারবেন বাতিঘর (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শাখা) এবং অনলাইনে রকমারি ও প্রথমা থেকে। এছাড়া পাওয়া যাবে দেশের অভিজাত লাইব্রেরিগুলোতেও।
Comments