মায়ের কোলে
ডাক দিয়ে যায় প্রজাপতি শিশির ভেজা দূর্বাঘাস
হলুদ পাখি বললো ডেকে, ও খোকা তুই কোথায় যাস?
-কোথায় যাচ্ছি! কোথায় যাব! যাচ্ছি ছুটে মায়ের কাছে,
যাচ্ছি ছুটে আমার প্রিয় সবুজ ভরা গাঁয়ের কাছে।
শান বাঁধানো পুকুর ঘাটে সেখানে রোজ সন্ধ্যা নামে
গ্রামটি তখন দুলতে থাকে কলাপাতার সবুজ খামে-
নিঝুম রাতে দোয়েল-শালিক লুকিয়ে থাকে জারুলগাছে
সেথায় আমি যাচ্ছি ছুটে, যাচ্ছি আমার মায়ের কাছে।
যেখানে রোজ শাপলা ফোটে ভুবনডাঙার দক্ষিণ বিলে
পানকৌড়ি ও বকের সারি যায় যে ছুটে আকাশ নীলে-
ভোরবেলাতে ধানের শীষে বিন্দু বিন্দু শিশির দোলে
সেথায় আমি যাচ্ছি ছুটে, যাচ্ছি ছুটে মায়ের কোলে।
Comments