প্রতিপক্ষ

অলংকরণ: বিপ্লব চক্রবর্তী

যে কবিতা লিখতে চাই আজ—

আকাশে আকাশে সেই শব্দগুলো দ্রুত পলায়নপর;

দেখি— ভরা বরষায় কালোমেঘ হয়ে ভাসে দূরে ভিনপথে

অঝোর ধারায় অকস্মাৎ বৃষ্টি হয়ে ঝরে দুর্বাঘাসে!

—আমি চাই প্রতিটি শব্দ থেকে জন্ম নিক রোদের বর্ণালী

বহ্নিমান নক্ষত্রের আলো!

যে কবিতা লিখতে চাই আজ—

সেই প্রিয় শব্দগুলি অভিধানে মুখ গুঁজে আছে;

দেখি— শব্দের প্রকৃত অর্থ বদলে নিয়ে শব্দগুলো ডিগবাজি খায়!

—আমি চাই ব্যবহৃত শব্দগুলো প্রান্তরের ভাষা হয়ে

উচ্চারিত হোক সবখানে!

যে কবিতা লিখতে চাই আজ—

পরিচিত সেই শব্দ ভিন্ন হাওয়ায় দোল খায় আমার সম্মুখে;

কিছু শব্দ ভুল পথে কী দিব্যি পালিয়ে বেড়ায়

সমাজ-সংস্কৃতির মুখে দুস্থ ছায়া ফেলে মুখ ভার হয়ে থাকে!

—আমি চাই লোকগান, জারি সারি, মহুয়া-মলুয়া পালা

নিত্যদিন বাতাসের কানে কানে উচ্চারিত হোক!

আমার শব্দাবলি আমার বিরুদ্ধে মুখর

আমার শব্দাবলি আমার তফাতে গিয়ে ভিন সুরে বাজে

আমার শব্দাবলি আমার কি প্রতিপক্ষ আজ?

Comments