পরশন

কে রঙ চেনাবে আজ, ডুবে গেছি লাল নীল সবুজ হলুদে

কেঁপে ওঠা দৃশ্যভুক হে আঁখিকোটর, কত ডানা-খসা দিন

উড্ডয়ন-দেশে সাদা মখমলে ধূলিছাপ রাখা অভিষেক

মোহমালা, এ আগুনে কোথায় গেঁথেছ প্রেম, লেজে তার বুঝি

আগুন জ্বালিয়ে ছাই করে সোনার সংসার ছোটে বানরেরা

তোমারই নাভির কূপে দেহাতীত চারা এক নাচে দোলাচল

নাঙ্গা ভুখা হেমন্তপাড়ায়, গান নাই, পিঠা চিতার ঘেরাণ

দেহ জলপরশন থেকে দূরে কাঁপে, একা, দেবে না কি স্নান?

 

যে-রঙে বিলীন, সে কি চেনাবে আমাকে কোনো তফাতে বসিয়ে

অঙ্গহীন সঙ্গহীন রূপাকারভুক নিশীথিনী হাসে, ফের

ঘুরে দাঁড়ানোর সাইরেন, হয়তো বা, শোনো ফেলে গেছে প্রাণ

তুমি দেবে তাকে খড়ের কাঠামো, চড়ুইয়েরা যেন এসে খেলে

ওহো কলতান, কেন ডুবে গেলে ধ্বনিসরোবরে, বৃথা গেল

শুধু দুটো রেখা, ছোপ, হাতে খুঁজি, লাগে কালি, বর্ণ-অভিশাপ।

Comments