উৎসবমুখর শনিবারের বইমেলা 

ছবি: রবিউল কমল

আজ শনিবার ছুটির দিনে বইমেলায় ছিলে ক্রেতা ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। অভিভাবকদের সঙ্গে আসা স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে মেলা ছিল সরগরম। এদিন ঢাকার বাইরে থেকেও অনেক শিক্ষার্থী মেলায় আসেন।

গাজীপুর থেকে এসেছেন স্কুল শিক্ষার্থী সুমনা আক্তার। তিনি বলেন, 'প্রতি বছর বইমেলায় আসি। স্কুলের বাইরের বইগুলো মেলা থেকে কিনি। তারপর ভাই বোন সবাই মিলে পড়ি।'

অনন্যা প্রকাশনীর প্রকাশক মনিরুল হক দ্য ডেইলি স্টারকে জানান, ছুটির দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর পরিবারসহ মেলায় আসে। নির্বাচিত বই সংগ্রহ করে। শুক্র ও শনিবার মেলা জমজমাট থাকে, বিক্রি ভালো হয়। যারা আসতে পারে না তারা আবার অনলাইন থেকে বই কেনে।

কথাসাহিত্যিক লতিফুল ইসলাম শিবলী বলেন, 'আমি নিয়মিত বইমেলায় আসি। আমার পাঠকদের সঙ্গে সময় কাটাই। আর ছুটির দিন মানে তো লেখক পাঠকের মিলনমেলা।'

আজ মেলায় প্রায় শতাধিক নতুন বই এসেছে। এর মধ্যে অনার্য পাবলিকেশন্স থেকে নাসরিন জাহানের সমুদ্র আমার একলা জলের নাম, ঐতিহ্য থেকে পিয়াস মজিদের এইসব মকারি, প্রথমা থেকে আলী রিয়াজের ভয়ের সংস্কৃতি, কথাপ্রকাশ থেকে আফসানা বেগমের মুখোশের আড়ালে, জিনিয়াস থেকে স্বদেশে রায়ের সম্পাদকের টেবল উল্লেখযোগ্য।

অনলাইন সাংবাদিকতা বিষয়ক বই 

এবারের মেলায় বাতিঘর থেকে প্রকাশিত হয়েছে একাডেমিক বই অনলাইন সাংবাদিকতা, পাঠ ও প্রয়োগ। বইটি লিখেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী এম. আনিছুল ইসলাম, প্রথম আলোর সিনিয়র সহসম্পাদক সাইফুল সামিন ও দ্য ডেইলি স্টারের সহসম্পাদক মো. সুমন আলী।

বইটি নিয়ে কাজী এম. আনিছুল ইসলাম বলেন, '৪ বছর আগে এটি লেখার পরিকল্পনা করি আমরা। আমরা চেয়েছি প্রাতিষ্ঠানিক ও সৃজনশীল উভয়ে জগতের অনলাইন সাংবাদিকতায় আগ্রহী সবাই যেন উপকৃত হয়। সে ভাবনায় দীর্ঘদিনের পরিশ্রমের বিনিময়ে বইটি প্রকাশিত হলো। তাছাড়া এটি দেশের সাংবাদিকতার বিভাগগুলোতে অনলাইন সাংবাদিকতার ওপর যেসব বিষয় পড়ানো হয়- সেদিক গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে অনলাইন সাংবাদিকতার ব্যবহারিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে।'

সাইফুল সামিন বলেন, 'একটি একাডেমিক বই প্রকাশে যত ধরনের নিয়ম অনুসরণ করতে হয় এই বইটিতে তা করা হয়েছে। বইটি পড়ে সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও যারা আধুনিক সাংবাদিকতায় ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

মো. সুমন আলী বলেন, 'মোবাইল সাংবাদিকতা, ডেটা সাংবাদিকতা, সাংবাদিকতায় ড্রোনের ব্যবহার, সাংবাদিকতায় ব্যবহৃত বিভিন্ন অ্যাপস, অনলাইন সাংবাদিকতার সংবাদকক্ষ, মাল্টিমিডিয়াসহ অনলাইন সাংবাদিকতা জানতে যা প্রয়োজন তার অধিকাংশ বিষয় বইটিতে তুলে ধরা হয়েছে। অনলাইন সাংবাদিকতার তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ের ওপর বইটি লেখা হয়েছে। বইটি বইমেলায় বাতিঘরের ৩২৭-৩২৯ নং স্টলে পাওয়া যাচ্ছে।'

Comments

The Daily Star  | English

JnU students enforce shutdown, boycott classes

The student leaders threatened to besiege Secretariat if their demands are not met by this afternoon

29m ago