প্রস্তাবিত বাজেট সংস্কৃতিবান্ধব নয়: উদীচী

২০২২-২০২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট সংস্কৃতিবান্ধব নয় বলে মনে করছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এ কথা বলেন।

তারা বলেন, 'এ বাজেট দেশের সংস্কৃতিকর্মীদের হতাশ করেছে। দীর্ঘদিন ধরে দেশে সাম্প্রদায়িক অপশক্তির উত্থান লক্ষ্য করা যাচ্ছে, নানাভাবে তারা এদেশে মৌলবাদী, মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। এসব অপতৎপরতা রোধ এবং মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে প্রতিহত করার পাশাপাশি দেশকে অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত, মানবচেতনাসম্পন্ন ধারায় পরিচালনা করতে গেলে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই।'

'বর্তমান সরকার এবং সরকারের শীর্ষ নেতৃত্বও বারবার তাদের বক্তব্যে নিজেদেরকে সংস্কৃতি বান্ধব হিসেবে উল্লেখ করে দেশে সাংস্কৃতিক জাগরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। কিন্তু, সাংস্কৃতিক জাগরণ ঘটাতে গেলে যে ধরনের পৃষ্ঠপোষকতা দরকার, তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রতি বছরই বাজেটে সংস্কৃতি খাত অবহেলিত থেকে যাচ্ছে', বিবৃতিতে যোগ করা হয়।

বিবৃতিতে উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক আরও বলেন, 'উদীচীসহ সাংস্কৃতিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে মোট বাজেটের ন্যূনতম ১ শতাংশ সংস্কৃতিতে বরাদ্দের জন্য দাবি জানিয়ে এলেও, বাস্তবিক অর্থে শূন্য দশমিক ১ শতাংশেরও কম বরাদ্দ দেওয়া হয়।'

বিবৃতিতে জাতীয় বাজেটের ন্যূনতম ১ শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দ দেয়ার জোর দাবি জানান উদীচীর নেতারা।

বৃহস্পতিবার ঘোষিত ২০২২-২৩ অর্থবছরে সংস্কৃতিতে প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৬৩৭ কোটি টাকা। এর আগে ২০২১-২২ অর্থবছরে এই খাতে প্রস্তাবিত বাজেট ছিল ৫৮৭ কোটি টাকা, যা সংশোধিত হয়ে দাঁড়ায় ৫৭৯ কোটি টাকায়।

গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে এবার ৫০ কোটি এবং সংশোধিত বাজেটের চেয়ে ৫৮ কোটি টাকা বাড়ানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Curfew extended in Gopalganj indefinitely

It will be relaxed for three hours between 11am and 2pm

2h ago