বানভাসি জীবন
নোবেল বিজয়ী গীতিকবি বব ডিলানের 'ব্লোয়িং ইন দ্য উইন্ড'- এর ছায়া অবলম্বনে লেখা গানে শিল্পী কবির সুমন গেয়েছিলেন 'কত হাজার মরলে পরে মানবে তুমি শেষে/বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে?'
স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি এখনো সামাল দিতে পারেনি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেট। বন্যার পানি ধীরে ধীরে নামলেও জেলার অনেক এলাকা এখনো পানির নিচে।
উপরের ছবিতে ফেঞ্চুগঞ্জ বাজারে নৌকায় করে চলাচল করতে দেখা যাচ্ছে দুর্গত মানুষদের। গত ২০ দিনের বেশি সময় ধরে কুশিয়ারার পানি ফুলে উঠে এই উপজেলার একটি বড় অংশকে প্লাবিত করে রেখেছে। দুর্গতদের অনেকেই এখনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটে আছেন।
বন্যা উপদ্রুত ফেঞ্চুগঞ্জের বাসিন্দাদের দুর্ভোগের এই ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী শেখ নাসির।
Comments