রুশ মিডিয়ার বিজ্ঞাপন প্রচারে বাধা দেবে মেটা
ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটা প্ল্যাটফর্ম ঘোষণা করেছে যে, এটি রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়াকে বিশ্বের যেকোনো জায়গায় তার প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপন প্রচারে বাধা দেবে।
গতকাল শুক্রবার মেটা কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
ফেসবুকের নিরাপত্তা নীতির প্রধান নাথানিয়েল গ্লিচার টুইটবার্তায় বলেন, 'আমরা রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার ওপর আরও লেবেল প্রয়োগ অব্যাহত রেখেছি।'
1/ We are now prohibiting Russian state media from running ads or monetizing on our platform anywhere in the world. We also continue to apply labels to additional Russian state media. These changes have already begun rolling out and will continue into the weekend.
— Nathaniel Gleicher (@ngleicher) February 26, 2022
'নতুন ব্যবস্থাগুলো ইতোমধ্যে কার্যকর হয়েছে এবং সপ্তাহান্তে তা অব্যাহত থাকবে', যোগ করেন তিনি।
Comments