৫-১১ বছর বয়সীদের জন্যে ফাইজারের টিকা, অনুমোদন পেতে পারে অক্টোবরে

ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে আগামী অক্টোবরের শেষের দিকে ৫ থেকে ১১ বছর বয়সীদের ফাইজারের করোনা টিকাদানের অনুমোদন দেওয়া হতে পারে।

মার্কিন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তাদের দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সূত্র জানায়, এখনো ফাইজার-বায়োএনটেক করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল অব্যাহত আছে। ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের ওপর ভিত্তি করে  এ মাসের শেষের দিকে ৫-১১ বছর বয়সীদের এই টিকা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে জরুরি ব্যবহারের (ইইউএ) অনুমোদন চাওয়া হতে পারে।

যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে মার্কিন এফডিএ পরবর্তী ৩ সপ্তাহের মধ্যে এই টিকা নিরাপদ ও কার্যকর কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে।

Comments

The Daily Star  | English

65% of suicide victims among students are teenagers: survey

At least 310 students from schools, colleges, universities and madrasas died by suicide last year

3h ago