যুক্তরাষ্ট্রের আইওয়ায় ২ নারীকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের এক গির্জার পার্কিং লটে ২ নারীকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক বন্দুকধারী।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
রয়টার্স জানায়, সম্প্রতি নিউইয়র্কের বাফেলো, টেক্সাসের উভালদে ও ওকলাহোমার তুলসায় ভয়ানক বন্দুক হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরপরই আইওয়ার বন্দুক হামলাটি ঘটে।
এ ছাড়া, একইদিন উইসকনসিন অঙ্গরাজ্যের রেসিনে এক দাফন অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনায় দুজন আহত হয়েছেন।
স্টোরি কাউন্টি শেরিফ অফিসের প্রধান ডেপুটি নিকোলাস লেনি বলেন, 'আইওয়ার বন্দুক হামলাটি অ্যামেস শহরের পূর্বে মৌলবাদী খ্রিস্টান গির্জা কর্নারস্টোন চার্চের বাইরে সংঘটিত হয় এবং সেসময় গির্জার ভেতর অনুষ্ঠান চলছিল।'
তিনি বলেন, 'পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকে মৃত দেখতে পান। প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।'
'তবে এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হচ্ছে। কারণ হামলাকারী একাই ছিলেন', বলেন লেনি।
এর কিছুক্ষণ আগেই বাইডেন ভাষণে বন্ধুক হামলা ঠেকাতে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ ও নিয়ন্ত্রণে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা নিতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানান।
সেসময় তিনি বলেন, 'যথেষ্ট হয়েছে!'
সাম্প্রতিক সপ্তাহে বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনায় নড়েচড়ে উঠেছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় নিউইয়র্কে ১০ কৃষ্ণাঙ্গ, টেক্সাসে ১৯ শিশু শিক্ষার্থী ও ২ শিক্ষক এবং ওকলাহোমাতে ২ চিকিৎসক, এক রিসেপশনিস্ট ও এক রোগী নিহত হয়েছেন।
Comments