মায়ামিতে ১২৬ যাত্রীসহ উড়োজাহাজে আগুন, আহত ৩

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ১২৬ জন যাত্রীসহ রেড এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ অবতরণের পর এতে আগুন লাগে।
রেড এয়ারের ফ্লাইটটি অবতরণের পর এর সামনের দিকের একটি ল্যান্ডিং গিয়ার বিকল হলে উড়োজাহাজটিতে আগুনের সূত্রপাত ঘটে।
রেড এয়ারের ফ্লাইটটি অবতরণের পর এর সামনের দিকের একটি ল্যান্ডিং গিয়ার বিকল হলে উড়োজাহাজটিতে আগুনের সূত্রপাত ঘটে। ছবি: এপি

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ১২৬ জন যাত্রীসহ রেড এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ অবতরণের পর এতে আগুন লাগে।

আজ বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মায়ামির উড্ডয়ন বিভাগের মুখপাত্র গ্রেগ চিন জানান, রেড এয়ারের ফ্লাইটটি অবতরণের পর এর সামনের দিকের একটি ল্যান্ডিং গিয়ার বিকল হলে উড়োজাহাজটিতে আগুনের সূত্রপাত ঘটে।

উড়োজাহাজটি ডমিনিকান রিপাবলিকের সান্তো দোমিঙ্গো শহর থেকে মায়ামিতে এসেছিল। রেড এয়ার ডমিনিকান রিপাবলিকের স্বল্প খরচের উড়োজাহাজ সংস্থা।

এমডি-৮২ জেটলাইনার উড়োজাহাজটিতে ১২৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ৩ ব্যক্তি ছোটখাটো চোট পেয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। বাকি যাত্রীদের বাসের মাধ্যমে উড়োজাহাজ থেকে বিমানবন্দরের টার্মিনালে নিয়ে যাওয়া হয়।

মায়ামি কাউন্টির ফায়ার সার্ভিস টুইটারে জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনাস্থলে উপস্থিত বাহিনীর সদস্যরা উড়োজাহাজ থেকে বের হয়ে আসা তেল সেখান সরিয়ে নেওয়ার কাজ করছেন।

টিভির সংবাদে প্রচারিত ছবিতে দেখা গেছে, রানওয়ের পাশে ঘাসের ওপর উড়োজাহাজটি থেমে আছে। এর আশেপাশের পুরো জায়গাটি ফায়ার সার্ভিস কর্মীদের নিক্ষেপ করা সাদা অগ্নিনির্বাপক কেমিকেলে ভরে গেছে। এছাড়াও, কমপক্ষে ৩টি ফায়ার সার্ভিস যান সেখানে থেমে থাকতে দেখা গেছে। 

উড়োজাহাজের আশেপাশের জায়গাটি সার্ভিস কর্মীদের নিক্ষেপ করা সাদা অগ্নিনির্বাপক কেমিকেলে ভরে যায়
উড়োজাহাজের আশেপাশের জায়গাটি সার্ভিস কর্মীদের নিক্ষেপ করা সাদা অগ্নিনির্বাপক কেমিকেলে ভরে যায়

বিমানবন্দর কর্তৃপক্ষ এক টুইটার বার্তায় জানায়, এই দুর্ঘটনার ফলে মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দরে কিছু ফ্লাইট দেরিতে ছাড়বে। যাত্রীদের নিজ নিজ উড়োজাহাজসংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষার উপদেশ দেয় কর্তৃপক্ষ।

টুইটার বার্তায় নিশ্চিত করা হয়, উড়োজাহাজের সামনের দিকে নাকের মত অংশে অবস্থিত 'ফ্রন্ট ল্যান্ডিং গিয়ার' বিকল হওয়ার কারণেই এ দুর্ঘটনার সূত্রপাত।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ড জানিয়েছে, বুধবার একটি বিশেষজ্ঞ দল অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত করার জন্য বিমানবন্দরে যাবে।

 

Comments