ইস্পাতের বিনিময়ে রাশিয়ায় গাড়ির যন্ত্রাংশ-গ্যাস টারবাইন পাঠাতে প্রস্তুত ইরান

ইউক্রেনে আগ্রাসন চালানোয় রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র-মিত্রদের চলমান অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়াতে পণ্য বিনিময় করতে ইরান প্রস্তুত আছে বলে জানিয়েছেন উপসাগরীয় দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী।
ছবি: প্রেস টিভি থেকে নেওয়া

ইউক্রেনে আগ্রাসন চালানোয় রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র-মিত্রদের চলমান অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়াতে পণ্য বিনিময় করতে ইরান প্রস্তুত আছে বলে জানিয়েছেন উপসাগরীয় দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী।

আজ শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন মতে, ইরানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী রেজা ফাতেমি আমিন তার দেশের সরকারি সংবাদমাধ্যম প্রেস টিভিকে বলেছেন, পণ্য বিনিময়ের অংশ হিসেবে ইরান গাড়ির যন্ত্রাংশ ও গ্যাস টারবাইন দিয়ে রাশিয়া থেকে ইস্পাত নিতে প্রস্তুত।

রাশিয়া-ইরান যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা কমিশনের বৈঠকের ফাঁকে রেজা ফাতেমি আমিন এ মন্তব্য করেন।

তিনি জানান, তার দেশের প্রয়োজন জিঙ্ক, অ্যালুমিনিয়াম, দস্তা ও ইস্পাত। কাঁচামাল পেতে পণ্য বিনিময় ব্যবস্থা চালু করা যেতে পারে।

বিনিময়ে ইরান রাশিয়ায় গাড়ির যন্ত্রাংশ ও গ্যাস টারবাইন পাঠাতে পারে বলেও জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়, দেশ দুটি পণ্য বিনিময় ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা ও পণ্যের তালিকা বাড়ানোর বিষয়ে আলোচনা করতে রাজি হয়েছে।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক গত ২৫ মে সরকারি সফরে ইরানে আসেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Only CA can announce polls timing: law adviser

Two days after commenting on the possibility of the next election being held in 2025, Law Adviser Asif Nazrul today clarified that only the chief adviser of the interim government has the authority to make such an announcement

1h ago