আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন।
আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএমের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
আজ শুক্রবার ডব্লিউএএম টুইটারে লিখেছে, 'প্রেসিডেন্ট বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, পতাকা অর্ধনমিত রেখে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ ছাড়া, ফেডারেল ও স্থানীয় পর্যায়ে মন্ত্রণালয় ও সরকারি সংস্থা এবং বেসরকারি সেক্টর ৩ দিন বন্ধ থাকবে।'
আল নাহিয়ানের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন।
তার উত্তরসূরী কে হবেন, সে ব্যাপারে তাৎক্ষণিক কোনো ঘোষণা আসেনি।
Comments