কাল থেকে ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করবে রাশিয়া

কাল থেকে ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করবে রাশিয়া
ছবি: রয়টার্স

ফিনল্যান্ডের রাষ্ট্রমালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান গাসুম জানিয়েছে, আগামীকাল শনিবার স্থানীয় সময় সকাল থেকে ফিনল্যান্ডে রুশ গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে তাদের জানিয়ে দিয়েছে রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম।

আজ শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, ফিনল্যান্ড রুশ মুদ্রা রুবলে গ্যাসের অর্থ পরিশোধ করতে রাজি না হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে এ ঘোষণা এমন সময় এল, যখন ন্যাটো জোটের সদস্যপদের জন্য আবেদন করে রাশিয়ার তোপের মুখে আছে ফিনল্যান্ড।

ফিনল্যান্ডে ব্যবহৃত বেশিরভাগ গ্যাস রাশিয়া থেকে আসে।  

গাসুমের প্রধান নির্বাহী মিকা উইলজানেন এক বিবৃতিতে বলেছেন, 'এটি অত্যন্ত দুঃখজনক যে, আমাদের সরবরাহ চুক্তির অধীনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করা হবে। তবে, আমরা এই পরিস্থিতির জন্য সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছিলাম এবং গ্যাস ট্রান্সমিশন নেটওয়ার্কে কোনো বিঘ্ন ঘটবে না। আমরা সামনের মাসগুলোতে আমাদের সব গ্রাহককে গ্যাস সরবরাহ করতে পারব।'

Comments

The Daily Star  | English

Failure in state formation leads to the rise of fascist rule: Prof Ali Riaz

He made the remarks at the beginning of a discussion between the commission and the Amjanata Party.

31m ago