রুশ হামলায় প্রায় ৪০০ হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্র ধ্বংস: জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স ফাইল ফটো

চলমান রুশ আগ্রাসনে প্রায় ৪০০ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল এক দল চিকিৎসকদের উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি এ দাবি করেন।

তিনি বলেন, 'হামলার কারণে চিকিৎসকরা ওষুধ সংকটে পড়েছেন। ফলে ক্যানসার রোগীদের চিকিৎসা ও অস্ত্রোপচারের কাজ ব্যাহত হচ্ছে।'

'দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের যেসব জায়গায় তুমুল লড়াই চলছে, সেখানে সাধারণ অ্যান্টিবায়োটিক ওষুধও পাওয়া যাচ্ছে না,' যোগ করেন জেলেনস্কি।

তার মতে, ইউক্রেনের যেসব অঞ্চল রুশ বাহিনীর দখলে আছে, সেখানে পরিস্থিতি আরও ভয়াবহ।

'যদি শুধুমাত্র দেশের স্বাস্থ্য ব্যবস্থার কথা বলি তাহলে বলবো রুশ বাহিনীর হামলায় প্রায় ৪০০ হাসপাতাল, ক্লিনিক ও মাতৃসদন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।'

'ক্যানসারের রোগীদের জন্য কোনো ওষুধ নেই। ইনসুলিন পাওয়া খুবই দুষ্কর। সার্জারি করা সম্ভব হচ্ছে না। আরও বলতে গেলে বলতে হয়—অ্যান্টিবায়োটিকের চরম সংকট চলছে', যোগ করেন জেলেনস্কি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলাকে রাশিয়া 'বিশেষ সামরিক অভিযান' হিসেবে আখ্যা দিয়ে বলেছে তারা প্রতিবেশী দেশটিকে 'উগ্র জাতীয়তাবাদী'দের হাত থেকে রক্ষার চেষ্টা করছে। ক্রেমলিন এই 'অভিযান'কে আগ্রাসন বলতে নারাজ।

রুশ হামলার কারণে ৫০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English

Palak admits shutting down internet deliberately on Hasina's order

His testimony was recorded by the International Crime Tribunal's investigation agency following a questioning session held yesterday

1h ago