বিশ্বব্যাংক, আইএমএফ থেকে বহিষ্কার এড়াতে ব্রাজিলের সাহায্য চায় রাশিয়া
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলসহ (আইএমএফ) শীর্ষ অর্থনীতির দেশগুলোর ফোরাম জি২০ থেকে রাশিয়াকে যেন বের করে দেওয়া না হয়, সে বিষয়ে ব্রাজিলের সহায়তা চেয়েছে মস্কো।
গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ ব্রাজিলের অর্থমন্ত্রী পাওলো গুয়েদেসকে পাঠানো চিঠিতে লিখেছেন, 'আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা ও বহুজাতিক সংগঠনগুলো রাশিয়ার প্রতি যে বিমাতাসুলভ আচরণ করছে, রাজনৈতিক কারণে দোষারোপ করছে, তা রুখে দেওয়ার জন্য ব্রাজিলের সমর্থন দরকার।'
চিঠিতে আরও বলা হয়, 'আইএমএফ ও বিশ্বব্যাংকের নীতিনির্ধারণের প্রক্রিয়া থেকে রাশিয়াকে বের করে দিতে অথবা দেশটির ক্ষমতা সীমিত করতে গোপনে কাজ করা হচ্ছে।'
এতে আরও বলা হয়, 'আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের অবরোধের কারণে রাশিয়া অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে সংকটময় পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে।
'ব্রাজিল যা করতে পারে... আলোচনার পথ খোলা রাখা খুবই প্রয়োজন। আমাদের সেতুবন্ধন হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আমরা মনে করি এই সেতুবন্ধন রক্ষা করা উচিত।'- যোগ করেন রাশিয়ার অর্থমন্ত্রী।
তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে কিংবা আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়া কী ধরনের সমস্যায় পড়েছে, রুশ মন্ত্রী তা চিঠিতে উল্লেখ করেননি। এমনকি, তার অভিযোগগুলো রয়টার্স আলাদাভাবে যাচাই করতে পারেনি বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
Comments