পুতিনের চাওয়া-পাওয়ায় গড়মিল: মার্কিন গোয়েন্দা সংস্থা

ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স ফাইল ফটো

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ৩ মাস পেরিয়ে গেলেও সেখানে তেমন উল্লেখযোগ্য সাফল্য পায়নি মস্কো। প্রতিবেশী দেশটিতে সামরিক অভিযানের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 'চাওয়া-পাওয়ায় গড়মিল' হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা।

আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক অ্যাভরিল হ্যাইনেস গতকাল মঙ্গলবার মার্কিন সিনেট কমিটির শুনানিতে বলেন, 'প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের দনবাস অঞ্চলের বাইরেও সুবিধা নেওয়ার চিন্তা করছেন।'

'তবে তার চাওয়া-পাওয়ায় গড়মিল হয়েছে,' যোগ করেন মার্কিন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা।

তার মতে, রুশ প্রেসিডেন্ট হয়তো ইউক্রেনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তার বিষয়টি আমলে নিয়ে তার পরিকল্পনা সাজাচ্ছেন।

প্রেসিডেন্ট পুতিন প্রতিবেশী দেশ ইউক্রেনে দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিকল্পনা করছেন বলেও সতর্ক করেছেন তিনি।

একই শুনানিতে ডিফেন্স ইনটেলিজেন্স এজেন্সির পরিচালক স্কট বেরিয়ার বলেন, রুশ ও ইউক্রেনীয়রা এক ধরনের 'অচলাবস্থা'র মধ্যে আছেন।

প্রতিবেদন মতে, 'অস্তিত্বের হুমকি'তে পড়লেই কেবল মস্কো পরমাণু বোমা হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে।

এতে আরও বলা হয়, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া জয় পেলেও যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

এমন এক সময় সিনেট কমিটির শুনানিতে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা এ তথ্য দিলেন যখন ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে খারকিভ অঞ্চলে ৪টি এলাকা রুশ বাহিনীর হাত থেকে পুনরুদ্ধারের দাবি করেছে কিয়েভ।

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

13h ago