নিরাপত্তা রক্ষায় সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া: পুতিন

২৭ ফেব্রুয়ারি রুশ পারমাণবিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থায় থাকার নির্দেশ দেন পুতিন। ছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধে বাইরের কোনো শক্তি হস্তক্ষেপ করলে, মস্কোর তার সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করে খুব দ্রুতই জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ান গণমাধ্যম আরটির সংবাদে বলা হয়েছে, বুধবার পুতিন সেন্ট পিটার্সবার্গে তার আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন।

পুতিন আরও বলেন, 'ইউক্রেনে চলমান ঘটনায় যদি কেউ বাইরে থেকে হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয় এবং আমাদের জন্য অগ্রহণযোগ্য 'কৌশলগত হুমকি' তৈরি করে, তাহলে তাদের জেনে রাখা ‍উচিত আসন্ন আঘাতের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া হবে খুবিই দ্রুতগতির।'
  
তিনি আরও বলেন, 'আর সেটা করার জন্য আমাদের কাছে সব ধরনের প্রযুক্তি রয়েছে। এমন প্রযুক্তি যা আমরা ছাড়া অন্য কেউ সেটা নিয়ে দম্ভ করতে পারে না। তবে আমরা সেটা নিয়ে দম্ভ করতে যাচ্ছি না। প্রয়োজন হলে আমরা সেগুলো ব্যবহার করব।'

রাশিয়ান কর্তৃপক্ষ ইতোমধ্যে এই ধরনের প্রতিক্রিয়ার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও জানান পুতিন।

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

15h ago