কিয়েভে গুতেরেসের সফরকালে রুশ ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

ইউক্রেনের রাজধানী কিয়েভে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে স্বাগত জানাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির গুতেরেস। ছবি: ইউক্রেনের প্রেসিডেনশিয়াল প্রেস/রয়টার্স

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরকালে সেখানে রাশিয়ার ২টি ক্ষেপণাস্ত্র আঘাতের অভিযোগ করেছে ইউক্রেন।

আজ শুক্রবার ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মহাসচিব গুতেরেস বৈঠক শেষ হওয়ার পর পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেসময় জেলেনস্কি অরক্ষিত কিয়েভ নিয়ে জাতিসংঘের মহাসচিবকে তার উদ্বেগের কথা জানান।

কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: রয়টার্স

জেলেনস্কি বলেন, 'এই বিস্ফোরণ প্রমাণ করে আমাদের সব সময়ই সতর্ক থাকতে হবে। যুদ্ধ শেষ হয়ে গেছে এমনটি ভাবার সুযোগ নেই।'

ইউক্রেনের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী কিয়েভের শেভচেনকো জেলার কেন্দ্রস্থল কেঁপে উঠে। একটি ক্ষেপণাস্ত্র ২৫ তলা আবাসিক ভবনে আঘাত করলে ১০ জন আহত হন।

রয়টার্স জানিয়েছে ২টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের কারণ স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ বিষয়ে রাশিয়ার তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার পর জাতিসংঘের মহাসচিব গুতেরেস কিয়েভে আসেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনের পর এটিই তার প্রথম সফর।

Comments

The Daily Star  | English

Students, teachers declare 'shutdown' at JnU

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

1h ago