কিয়েভে রাশিয়ান সাংবাদিক নিহত
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2022/03/24/file-7cd9164e4fc415330d12b2dc724e1337.jpg)
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রতিবেদন তৈরির সময় ওকসানা বাউলিনা নামে একজন রাশিয়ান সাংবাদিক নিহত হয়েছেন। তিনি দ্য ইনসাইডারের প্রতিবেদক হিসেবে ইউক্রেন যুদ্ধ কাভার করছিলেন।
দ্য ইনসাইডারের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বাউলিনা কিয়েভের পোডলস্কে রাশিয়ান সেনাবাহিনীর হামলার পর একটি ধ্বংসযজ্ঞের ভিডিও করছিলেন।
বাউলিনার সঙ্গে আরও একজন বেসামরিক নাগরিক নিহত ও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে দ্য ইনসাইডার।
বাউলিনা এর আগে রাশিয়ান বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের জন্য কাজ করেছেন এবং জেলে বন্দি থাকা বিরোধী দলীয় নেতার পক্ষে কাজ করায় তাকে রাশিয়া ছাড়তে হয়েছিল।
বাউলিনা দ্য ইনসাইডারের প্রতিবেদক হিসেবে ইউক্রেনে গিয়েছিলেন এবং লিভিভ ও কিয়েভ থেকে দ্য ইনসাইডারের জন্য বেশ কয়েকটি প্রতিবেদন পাঠিয়েছিলেন। বাউলিনার মৃত্যুতে তার পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দ্য ইনসাইডার।
Comments