বাবা দিবসে বাবার জন্য উপহার

ছবি: সংগৃহীত

বাবা শব্দটি অনেক ছোট্ট হলেও এর বিশালতা অনেক। বাবা মানেই এমন এক ব্যক্তি, যিনি বিভিন্ন চাপ সামলিয়ে সন্তানদের আগলে রাখেন ভালোবাসায়। তার ভালোবাসাটা কিছুটা সুপ্ত। কিন্তু অনেক গভীর। আসছে বাবা দিবস। বাবা দিবসে বাবাকে উপহার হিসেবে সাবান, শেভিং ক্রিম, মানিব্যাগ ছাড়াও আরও অনেক কিছু দেওয়া যায়।

এই বাবা দিবসে বাবাকে দিতে পারেন এমন ১০টি উপহার নিয়েই আজকের আলোচনা।

১। ঘড়ি রাখার বক্স

ছবি: সংগৃহীত

বাবা যদি বিভিন্ন নান্দনিক ঘড়ি নিজের সংগ্রহে রাখেন তাহলে এই গিফটটি হতে পারে তার জন্য উপযুক্ত এক উপহার। তার সংগ্রহ করা ঘড়িগুলো যেন সুরক্ষিত থাকে সেজন্য দিতে পারেন ঘড়ি রাখার বক্স।

২। থার্মাল পানির বোতল

বাবা যদি সকালে নিয়মিত হাঁটেন কিংবা বেশ খানিকটা পথ পায়ে হেঁটে অফিসে যান তাহলে নিশ্চয়ই পথে পানি প্রয়োজন হতে পারে। এর জন্য থার্মাল বোতল উপহার হিসেবে দিতে পারেন। এই তীব্র গরমে থার্মাল বোতল থেকে তিনি যেমন কিছুটা ঠাণ্ডা পানি পান করতে পারবেন আবার একই বোতলে শীতকালে কিছুটা উষ্ণ পানিও পান করতে পারবেন। কারণ উষ্ণ কিংবা শীতল, যেই তাপমাত্রার পানিই রাখা হোক না কেন, থার্মাল বোতলে দীর্ঘ সময় ধরে তা একই থাকবে। তাই, সুন্দর একটি থার্মাল পানির বোতল হতে পারে বাবার জন্য বিশেষ উপহার।

৩। ফুডগ্রেড লাঞ্চ বক্স

ছবি: সংগৃহীত

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাবারা স্বাস্থ্য সচেতন হয়ে উঠেন। তারা বাইরের খাবার যতটা পারেন কম খান। তারা চেষ্টা করেন যেভাবেই হোক খাবার যেন বাসা থেকেই আসে। তাছাড়া কাজের ফাঁকে বাসার খাবার কাজের মধ্যে তাকে কিছুটা হলেও স্বস্তি দেয়। কিন্তু সেই লাঞ্চ বক্স যদি সাধারণ কোনো বক্স হয় তবে বাবার স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বাবার স্বাস্থ্যকে দীর্ঘস্থায়ী ক্ষতি থেকে বাঁচাতে তাকে উপহার দিতে পারেন ফুডগ্রেড প্লাস্টিকের তৈরি লাঞ্চ বক্স।

৪। স্মার্ট ওয়াচ

স্মার্ট বাবার জন্য চাই স্মার্ট ওয়াচ। প্রতিদিন কত কিলোমিটার হাঁটছেন তা নিয়ে তাকে এখন আর এত ভাবতে হবে না। ঘড়িই তাকে সবকিছু জানিয়ে দিবে কত কিলোমিটার হাঁটছেন, কত ক্যালরি খরচ ও হাঁটার গতি কেমন ছিল। স্মার্ট ওয়াচের এই সুবিধাগুলোর পাশাপাশি অন্যান্য সুবিধাগুলোর সঙ্গে বাবাকে পরিচয় করিয়ে দিয়ে বাবাকে করে তুলুন আরেকটু বেশি স্মার্ট।

৫। ভালোমানের কেডস বা জুতা

সুস্বাস্থ্যের জন্য সকালে প্রতিদিন হাঁটতে যাওয়া একদিকে যতটা উপকারী অন্যদিকে তার চেয়ে বেশি ক্ষতিকর হয়ে দাঁড়ায় যখন হাঁটার জুতাটা ভালো মানের না হয়। নিম্নমানের জুতা গোড়ালি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত নানা রকমের ব্যথার সৃষ্টি করে। তাই বাবাকে দিন আরামদায়ক ও ভালো মানের কোনো জুতা। যা তিনি হাঁটার সময় ব্যবহার করতে পারবেন স্বাচ্ছন্দ্যে।

৬। চশমা

চশমা হতে পারে বাবার নিত্যদিনের সঙ্গী। তাই তাকে উপহার দিতে পারেন ডাস্ট প্রোটেকটেড, সান প্রোটেকটেড ও অ্যান্টি রিফ্লেকশন সুবিধা সমৃদ্ধ চশমা। চাইলে একদিন বাবাকে সঙ্গে নিয়ে তার চোখের পরীক্ষাটা করে নিতে পারেন। তার চোখের পাওয়ার ঠিক আছে কি না তা জানা জরুরি। সংসার ও অফিসের ব্যস্ত সময় পার করে বাবারা নিজের দিকেই খেয়াল করেন না অনেক সময়ে।

৭। অফিস ব্যাগ

ছবি: সংগৃহীত

প্রতিদিন অফিসে যাবার সময়ে আপনার দেওয়া ব্যাগ হতে পারে বাবার জন্য একটি বিশেষ উপহার। তাই ভালো কোনো ব্র্যান্ডের অফিস ব্যাগ নির্বাচন করতে পারেন উপহার হিসেবে। তাছাড়া অফিসে না গেলেও কোথাও বেড়ানোর জন্য হলেও বাবার একটি ব্যাগের প্রয়োজন তো আছেই।

৮। পারফিউম

ছবি: সংগৃহীত

বাবার জন্য চাই সেরা পারফিউম। যদি বাবা সুগন্ধি পছন্দ করেন তাহলে তার জন্য নির্বাচন করুন অ্যালকোহল মুক্ত কোনো পারফিউম। সেক্ষেত্রে নামাজে ব্যবহারের ক্ষেত্রেও তার কোনো আপত্তি থাকলো না।

৯। রাতে ঘুমানোর পোশাক

সারাদিনের ক্লান্তি ও পরিশ্রমের পরে বাবার রাতের ঘুম বিশেষভাবে প্রয়োজন। তাই যদি পাতলা ও আরামদায়ক কোনো কাপড় পরিধান করে ঘুমোতে যান তাইলে ঘুমের মধ্যে আর কোনো অসুবিধা নেই। তাই ভালোমানের একটি নাইট ড্রেস উপহার হিসেবে দিতে পারেন।

১০। ছবির ফ্রেম

ছবি: সংগৃহীত

ছবির ফ্রেমে পরিবারের একটি ছবি উপহার দিতে পারেন বাবাকে। অথবা নিজের সঙ্গে বাবার কোনো মুহূর্ত যদি ক্যামেরাবন্দী করা হয় সেটিও ছবি হিসেবে নির্বাচন করতে পারেন। বাবার কাজের ডেস্কে এই ছবির ফ্রেম তাকে সবসময় পরিবার ও আপনার কথা মনে করিয়ে অনেক বেশি প্রাণবন্ত রাখবে।

Comments

The Daily Star  | English

Interim govt's delaying election process raising public concerns: Fakhrul

Criticising the chief adviser's recent suggestion to lower the voting age to 17, Fakhrul said the move would put the Election Commission (EC) on pressure.

58m ago