৬১টি জেলা পরিষদে সাময়িকভাবে প্রশাসনিক প্রধানের দায়িত্ব সিইওদের

দেশের ৬১টি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সাময়িকভাবে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ তানভীর আজম সিদ্দিকীর সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদের ৫ বছরের মেয়াদ শেষ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে।

নতুন করে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তারা জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

Comments