৫ দিন লাইফ সাপোর্টে থেকে জাহাজ ভাঙা শ্রমিকের মৃত্যু

ইস্পাতের তারের আঘাতে আহত জাহাজ ভাঙা শ্রমিক মো. ফারুক ৫ দিন লাইফ সাপোর্টে থাকার পর গতকাল বৃহস্পতিবার মারা গেছেন।
স্টার ফাইল ফটো

ইস্পাতের তারের আঘাতে আহত জাহাজ ভাঙা শ্রমিক মো. ফারুক ৫ দিন লাইফ সাপোর্টে থাকার পর গতকাল বৃহস্পতিবার মারা গেছেন।

মো. ফারুক (২৭) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামের শফি উল্লাহর ছেলে।

গত ১২ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরের গোল্ডেন শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। ইয়ার্ডটির মালিক চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলম।

মঞ্জুর আলম দ্য ডেইলি স্টারকে জানান, ফারুকের মাথায় স্টিলের তারের আঘাত লাগলে তিনি গুরুতর আহত হন।

তিনি বলেন, 'আমরা তাকে চট্টগ্রামের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) নিয়ে যাই। সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয়।'

তিনি আরও বলেন, 'নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। এর পাশাপাশি, আমরা পরিবারটির জন্য একটি ফিক্সড ডিপোজিট করব, যাতে সেখান থেকে তারা নিয়মিত অর্থ পান।'

শ্রমিকদের নিরাপত্তা উপেক্ষিত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, 'আমদের শ্রমিকদের জন্য সম্ভাব্য সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।'

Comments