শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শিপব্রেকিং ইয়ার্ডে ভাঙতে থাকা জাহাজ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে ইয়ার্ড কর্তৃপক্ষ স্বীকার করেছে।
এ ঘটনায় মারা যাওয়া শ্রমিক মো. হারুনুর রশিদ (৩৯) কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাসিন্দা ছিলেন।
হারুনুর রশিদ উপজেলার সোনাইছড়ি এলাকায় অবস্থিত বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন টগী গ্রিন শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং লিমিটেডের ইয়ার্ডে কাজ করতেন।
ইয়ার্ডিটির ব্যবস্থাপক মোহাম্মদ হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সন্ধ্যা ৬টার দিকে কাজ করার সময় একটি স্ক্র্যাপ জাহাজের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন ওই শ্রমিক। আমাদের অন্য কর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।'
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ইয়ার্ড কর্তৃপক্ষ তাদের একজন শ্রমিকের মৃত্যুর খবর আমাদেরকে ফোন করে জানিয়েছে। আমরা আইন অনুযায়ী এ ঘটনায় ব্যবস্থায় নেবো।'
Comments