হাইকোর্টে ১১ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আজ ১১ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ করা হয়েছে। ফলে হাইকোর্টের বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৯৮ অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্য রেখে ২ বছরের জন্য এই নিয়োগ দেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি আশা প্রকাশ করেন, হাইকোর্টের নতুন বিচারপতি নিয়োগের পরে ন্যায়বিচার এবং দ্রুত মামলার নিষ্পত্তি নিশ্চিত হবে।
নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন- এলপি আর এলে থাকা জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী, জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ, ডেপুটি অ্যাটর্নি বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম, আইনজীবী আলী রেজা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বজলুর রহমান, মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, টাঙ্গাইলের জেলা জজ ফাহমিদা কাদের, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন, সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম রবিউল হাসান।
শপথ গ্রহণের দিন থেকে তাদের নিয়োগ কার্যকর হবে বলে আইন মন্ত্রণালয় থেকে জারি করা গেজেটে জানানো হয়েছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক আজ বিকেলে হাইকোর্টের নতুন বিচারপতিদের শপথ বাক্য পাঠ করাতে পারেন বলে সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে।
Comments