পদ্মা সেতুতে চলছে যানবাহন, টোল প্লাজায় ধীরগতি
পদ্মা সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এরপর থেকেই বিভিন্ন যানবাহনে চড়ে উৎসবমুখর পরিবেশে সেতু পার হতে শুরু করেছেন অসংখ্য মানুষ।
আজ রোববার সকাল ৫টা ৫০ মিনিটের দিকে পদ্মা সেতুতে যান চলাচল শুরু হয়। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্ত ও শরিয়তপুরে জাজিরা প্রান্তের টোল প্লাজা দিয়ে প্রায় সমহারে যান চলাচল করতে দেখা গেছে।
সকালে সেতুতে চলাচল শুরু হওয়ার পর টোল প্লাজার কাছে যানবাহনের চাপ থাকার কারণে ধীরগতি দেখা দেয়। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রায় ৪ কিলোমিটার সড়কে ধীরগতিতে যানবাহন চলে।
ট্রাফিক পুলিশ বলছে, টোল প্লাজায় ধাপে ধাপে গাড়ি যেতে দেওয়া হচ্ছে। যার জন্য ধীরগতি।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রকৌশলী (তত্ত্বাবধায়ক) তোফাজ্জল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে উৎসুক মানুষের আগ্রহ বেশি। এজন্য সকালে চাপ ছিল গাড়ির। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দক্ষিণবঙ্গগামী ঢাকামুখী যানবাহনের চাপ বেশি আছে।'
Comments