রূপপুর প্রকল্পে বেলারুশ নাগরিকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক বেলারুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রকল্পের গ্রিন সিটি আবাসিক এলাকা থেকে শুক্রবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক বেলারুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রকল্পের গ্রিন সিটি আবাসিক এলাকা থেকে শুক্রবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ইভানু মাকসিম (৫১) প্রকল্পের রুইনওয়ার্ল্ড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ম্যাকসিম গ্রিনসিটি আবাসিক এলাকার ১ নম্বর ভবনের ১৫ তলার একটি কক্ষে থাকতেন। শুক্রবার ডিউটি করার কথা থাকলেও তিনি কাজে যোগ দেননি।'

'দুপুরের দিকে তার পাশের ফ্ল্যাটের লোকজন তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে গ্রিনসিটি প্রকল্পসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলে তারা পুলিশকে খবর দেন,' বলেন তিনি।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাকসিমের মরদেহ উদ্ধার করে।

প্রকল্পে কর্মরত রাশিয়ান চিকিৎসকের বরাত দিয়ে ওসি জানান, হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মাকসিমের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তদন্ত শেষ হলে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে মরদেহ বেলারুশে পাঠানো হবে বলে জানান তিনি।

Comments