রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ করার সময় বুধবার রাতে এক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন।
নিহত সেলিম হোসেন মোল্লা (৪৮) ঈশ্বরদীর রূপপুর জিগাতলা এলাকার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অরবিন্দ সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নিহত সেলিম হোসেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ইউনিট-২ এর একটি উঁচু লোহার স্ত্রাকচারে কাজ করার সময় আকস্মিকভাবে বড় কাঠের টুকরো তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও জানান তিনি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট অফিস কর্মকর্তা রুহুল কুদ্দুস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে।’
Comments