নাসিরনগরে সাম্প্রদায়িক হামলায় অভিযুক্ত ২ আসামির মনোনয়ন বাতিল

দেওয়ান আতিকুর রহমান আঁখি ও আবুল হাসেম। ছবি: সংগৃহীত

২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় করা মামলার চার্জশিটভুক্ত ২ আসামির ইউপি নির্বাচনের মনোনয়ন বাতিল করেছে আওয়ামী লীগ।

মনোনয়ন ফর্মে ব্যক্তিগত তথ্য গোপন রাখায় প্রথমে তারা মনোনীত হলেও, পরে সাম্প্রদায়িক হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার খবর প্রকাশ পাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।

আজ বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই ২ অভিযুক্ত হলেন-নাসিরনগরের হরিপুর ইউনিয়নের দেওয়ান আতিকুর রহমান আঁখি ও নাসিরনগর সদর ইউনিয়নের আবুল হাসেম।

তাদের পরিবর্তে হরিপুরে মো. ওয়াসিম আহমেদ ও নাসিরনগর সদর ইউনিয়নে সাবেক ইউপি সদস্য পুতুল রানী বিশ্বাসকে মনোনয়ন দেওয়া হয়েছে। 

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, ২ চার্জশিটভুক্ত আসামি মনোনয়ন ফরমে তথ্য গোপন করেছে। পরে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক হামলার অভিযোগ আছে জেনে গতকাল রাতেই ওই ২ জনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত জানান।

Comments

The Daily Star  | English

Khaleda calls for renewed pledge to restore democracy

BNP chief urges disciplined movement to honour late president Ziaur Rahman’s legacy

48m ago