‘এভাবে নির্যাতন করে ক্ষমতায় থাকা যাবে না’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) 'ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা'র প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
আজ শুক্রবার সকালে সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তারা এ সমাবেশ করে।
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ অন্যান্য নেতা-কর্মীরা যোগ দেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'এভাবে নির্যাতন করে ক্ষমতায় থাকা যাবে না। দমন-নিপীড়ন করে বেশিদিন ক্ষমতায় থাকা যাবে না। নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচনে দিতে হবে। অন্যথায় বিএনপি নির্বাচনে যাবে না।'
ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী আনিসুর রহমান জানান, ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সমাবেশে বক্তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে তারা আন্দোলন করে সরকারকে সরাবে এবং জনগণের ভোটাধিকার উদ্ধার করবে।
Comments