ইভিএম বুঝি না, আগে সরকারকে পদত্যাগ করতে হবে: মির্জা ফখরুল

লালমনিরহাট শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে জেলা বিএনপি আয়োজিত সাইকেল র‌্যালি উদ্বোধনের সময় মির্জা ফখরুল। ছবি: এস দিলীপ রায়/স্টার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন 'ইভিএম-টিভিএম বুঝি না। আগে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে। তারপর তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। তবেই বিএনপি নির্বাচনে অংশগ্রহন করবে, নচেৎ নয়।'

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লালমনিরহাট শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে জেলা বিএনপি আয়োজিত সাইকেল র‌্যালি উদ্বোধনের সময় এ কথা বলেন বিএনপি মহাসচিব।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের সব নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও কারাগারে থাকা নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ফখরুল আরও বলেন, 'আওয়ামী লীগ সরকার বিএনপির জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে। তারা গণতন্ত্রকে হরণ করে রেখেছে, দেশের স্বাধীনতার উদ্দেশ্যকে ব্যাহত করছে।'

তাই সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য দলের নেতা-কর্মীসহ দেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।

এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, 'লালমনিরহাট জেলা বিএনপির নেতা কর্মীরা কেন্দ্রীয় বিএনপির নির্দেশে যেকোনো আন্দোলনে অংশগ্রহণ করতে প্রস্তুত । প্রয়োজনে মৃত্যুবরণ করতে প্রস্তুত রয়েছেন তারা।'

এ ছাড়া আওয়ামী লীগ সরকারের ভাগ্যে 'শ্রীলঙ্কার সরকারের চেয়ে ভয়াবহ পতন' অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন দুলু।

জেলা বিএনপি আয়োজিত এই সাইকেল র‌্যালিতে দলের হাজারো নেতা-কর্মী অংশ নেন। র‌্যালিটি শহর থেকে ১০ কিলোমিটার দূরে বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রাঙ্গণ পর্যন্ত যায়। সেখানে বিকেলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মির্জা ফখরুল।

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

14h ago