যশোরে ২১ হাটের পশু তদারকিতে ২৪ মেডিকেল টিম

ছবি: সংগৃহীত

যশোরে এ বছর কোরবানির পশু বিক্রি হবে ২১ হাটে। হাটগুলো তদারকি করছে ২৪ ভেটেরিনারি মেডিকেল টিম।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, সদর উপজেলায় ৪টি, বাঘারপাড়া উপজেলায় ৪টি, মণিরামপুরে ৩টি, অভয়নগরে ৩টি, শার্শায় ২টি, ঝিকরগাছায় ২টি, চৌগাছায় ১টি ও কেশবপুরে ২টি হাট রয়েছে।

এই ২১ পশুর হাটে ২৪ মেডিকেল টিম কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, 'যশোর সদর উপজেলায় ৭টি টিম, ঝিকরগাছা উপজেলায় ২টি, শার্শায় ২টি, অভয়নগরে ৩টি, মণিরামপুরে ৩টি, কেশবপুরে ২টি, চৌগাছায় ১টি ও বাঘারপাড়ায় ৪টি মেডিকেল টিম রয়েছে।'

প্রাণিসম্পদ কার্যালয়ের সূত্র জানায়, যশোরে কোরবানির জন্য গরু, ছাগল ও ভেড়া মিলিয়ে ৯৫ হাজার ৭১০টি পশু রয়েছে। এবার চাহিদা ৯১ হাজার ১৮৮টি পশুর। চাহিদার তুলনায় ৪ হাজার ৫২২টি পশু বেশি আছে বলেও জানানো হয়।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago