মেডিটেশনকে ভ্যাটমুক্ত করার আহ্বান

ছবি: সংগৃহীত

আগামী অর্থবছরের বাজেটে মেডিটেশনের ওপর স্থায়ীভাবে ভ্যাট আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে দেশের চিকিৎসক, অর্থনীতিবিদ ও সংসদ সদস্যসহ অনেকেই মেডিটেশনের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান সংসদে বলেছেন, 'মেডিটেশন মানসিক স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যসেবা ভ্যাটের আওতামুক্ত। মেডিটেশন সেবাকেও স্বাস্থ্যসেবা হিসেবে স্থায়ীভাবে ভ্যাটের আওতামুক্ত করার আবেদন করছি।'

পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা বাজেট বক্তৃতায় বলেন, 'কোভিডের কারণে অনেকেরই অসুস্থতা দেখা দিয়েছে। এই যে মানসিক স্বাস্থ্যসেবা এটা নেওয়ার জন্য মেডিটেশন অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এ মেডিটেশনের ওপর আবার ভ্যাট আরোপ করা হয়েছে। এই দুটি জিনিস পরস্পর-বিরোধী হয়ে যাচ্ছে।'

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন বাজেট বক্তৃতায় প্রশ্ন রেখে বলেন, 'মেডিটেশনকে মানসিক স্বাস্থ্য বৃদ্ধির জন্য প্রয়োজন বিধায় একে করের বাইরে রাখা প্রয়োজন। কোভিড প্রতিক্রিয়ায় মানুষের মন যখন বিপর্যস্ত সেখানে মেডিটেশনের আশ্রয় নিলে তাকে বেশি মূল্য দিতে হবে। কেন মাননীয় স্পিকার?'

জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. আবদুল মজিদ বলেছেন, 'মেডিটেশন হচ্ছে মানুষের সেবা-শুশ্রূষা বা সুস্থতার একটা পদ্ধতি। এর ওপর সাধারণত কোনো ভ্যাট বা ট্যাক্স হওয়ার কথা না। যৌক্তিকভাবে এটা রিভিউ করা দরকার।'

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. নিজাম উদ্দিন আহমদ বলেছেন, 'যারা নিয়মিত মেডিটেশন করেন, তাদের মনোজগত ও দৃষ্টিভঙ্গিতে গভীর পরিবর্তন ঘটে। তাদের হৃদয় পূর্ণ হয়ে ওঠে মমতা ও সমমর্মিতায়। গবেষকরাও বলছেন, নিয়মিত মেডিটেশনের কথা। এই মেডিটেশন চর্চা বা ধ্যানের ওপর কর না নিয়ে এটিকে চিকিৎসা সহায়ক হিসেবে স্থায়ীভাবে ভ্যাটমুক্ত করা হোক।'

সংসদে চলতি বাজেট অধিবেশনেও মেডিটেশনের ওপর ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করেছেন কয়েকজন সংসদ সদস্য।

সোমবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেন, 'মেডিটেশনে ট্যাক্স দেওয়া হয়েছে। সেটা কমিয়ে গতবারের মতো জিরো করার জন্য আমি আহ্বান জানাই।'

মেডিটেশন সেবার ওপর ভ্যাট আরোপ করা হয়েছে ২০২২-২০২৩ অর্থবছরে। অথচ ২০১৩ সালের ডিসেম্বরে বাংলাদেশের চিকিৎসকদের জন্যে প্রকাশিত উচ্চ রক্তচাপ চিকিৎসার গাইডলাইনে যৌথভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন জীবনধারা পরিবর্তনের পাশাপাশি মেডিটেশন, যোগব্যায়াম ও প্রাণায়াম চর্চার কথা বলা হয়েছে।
 

Comments

The Daily Star  | English

Interim govt not taking action following white paper: Economists

The makers of the white paper criticised the government for increasing value-added tax

37m ago