বইমেলা উদ্বোধন ও বাংলা একাডেমি পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মহামারিতে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অমর একুশে বইমেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ মঙ্গলবার বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। 

ছবি: স্টার

এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ২০২১ সালের বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়।

কথাসাহিত্যে পুরস্কার পেলেন ঝর্ণা রহমান ও বিশ্বজিৎ চৌধুরী, প্রবন্ধ/গবেষণায় হোসেন উদ্দীন হোসেন, কবিতায় আসাদ মান্নান ও বিমল গুহ, অনুবাদে আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী, শিশুসাহিত্যে রফিকুর রশিদ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় পান্না কায়সার, নাটকে সাধনা আহমেদ, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় হারুন-অর-রশিদ, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশবিজ্ঞানে শুভাগত চৌধুরী এবং ফোকলোরে আমিনুর রহমান সুলতান পেয়েছেন এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।

ছবি: সংগৃহীত

বাংলা একাডেমি সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত মেলা হবে। এর মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি হলে মেলার মেয়াদ বাড়তে পারে। এখন দুই সপ্তাহের জন্য মেলা হচ্ছে। প্রকাশকদের কাছ থেকেও স্টল বরাদ্দের ভাড়া অর্ধেক নেওয়া হয়েছে।

এবারের বই মেলার মূল প্রতিপাদ্য 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। ছুটির দিনগু‌লো‌তে মেলা শুরু হবে সকাল ১১টায়। ২৮ ফেব্রুয়ারি মেলা শেষ হওয়ার কথা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানে ব্যস্ত সময় পার করছেন স্টল কর্মীরা। মালিকরা কাজের তদারকি করছেন। কেউ কেউ নিজেই রঙ করছেন নিজের স্টলে, অন্যরা স্টিকার লাগানোসহ আনুষঙ্গিক কাজ কাজ করছেন। একাডেমি প্রাঙ্গণ, সোহরাওয়ার্দী উদ্যানে মেলা চত্বরে ছড়িয়ে আছে  ইট, কাঠ, বোর্ড।

ছবি: সংগৃহীত

২০২২ মেলায় মোট ৫৩৪টি প্রতিষ্ঠানকে ৭৭৬টি ইউনিট স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানের জন্য রয়েছে ১৪২টি স্টল। সোহরাওয়ার্দী উদ্যানে ৪৩২টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ৬৩৪টি স্টল। ৩৫টি রয়েছে প্যাভিলিয়ন । 

সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের পূর্ব পাশে লিটল ম্যাগাজিনের জন্য জায়গা বরাদ্দ করা হয়েছে। ১২৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। 

Comments

The Daily Star  | English

Tulip resigns as UK minister

Tulip Siddiq, British treasury minister, resigned yesterday after repeated questions about her financial links to the ousted Bangladeshi government run by her aunt Sheikh Hasina.

3h ago