পানির দাম বাড়ানোর প্রস্তাব বাতিল ও ওয়াসা এমডি তাকসিমের পদত্যাগ দাবি

ওয়াসা ভবনের সামনে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের প্রতিবাদ কর্মসূচি। ছবি: সংগৃহীত

পানির দাম বাড়াতে ঢাকা ওয়াসার প্রস্তাব বাতিলের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে  ওয়াসা ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় 'স্বল্প মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ' করতে ব্যর্থতার জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের পদত্যাগও দাবি করা হয়।

এ সব দাবি নিয়ে রোববার বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, ওয়াসা বারবার পানির শুল্ক বাড়ালেও পানির মান ভালো করতে ব্যর্থ হয়েছে।

রাজধানীবাসীকে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

তারা বলেন, 'করোনা মহামারি চলাকালে ওয়াসা ২ বার পানির দাম বাড়িয়েছে, যা অমানবিক। এখন ওয়াসা অযৌক্তিকভাবে ২০ শতাংশ দাম বাড়াতে চাইছে।'

বিক্ষোভকারীরা বলেন, 'ওয়াসার সিস্টেম লস, পানির অপব্যবহার, দুর্নীতির খরচ রাজধানীবাসী বহন করবে না।'

এ সময় তারা ওয়াসার কার্যক্রমকে জবাবদিহিমূলক ও স্বচ্ছ করতে সংস্থাটির ঊর্ধ্বতন পদগুলোতে পরিবর্তন আনার দাবি জানান।

Comments

The Daily Star  | English
Anti-Discrimination Students Movement

Students to launch a party by next Feb

Student leaders who spearheaded the July-August mass uprising are planning to launch a political party by early February 2025 and contest the next general election.

8h ago