পানির দাম বাড়ানোর প্রস্তাব বাতিল ও ওয়াসা এমডি তাকসিমের পদত্যাগ দাবি

পানির দাম বাড়াতে ঢাকা ওয়াসার প্রস্তাব বাতিলের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে  ওয়াসা ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ওয়াসা ভবনের সামনে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের প্রতিবাদ কর্মসূচি। ছবি: সংগৃহীত

পানির দাম বাড়াতে ঢাকা ওয়াসার প্রস্তাব বাতিলের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে  ওয়াসা ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় 'স্বল্প মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ' করতে ব্যর্থতার জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের পদত্যাগও দাবি করা হয়।

এ সব দাবি নিয়ে রোববার বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, ওয়াসা বারবার পানির শুল্ক বাড়ালেও পানির মান ভালো করতে ব্যর্থ হয়েছে।

রাজধানীবাসীকে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

তারা বলেন, 'করোনা মহামারি চলাকালে ওয়াসা ২ বার পানির দাম বাড়িয়েছে, যা অমানবিক। এখন ওয়াসা অযৌক্তিকভাবে ২০ শতাংশ দাম বাড়াতে চাইছে।'

বিক্ষোভকারীরা বলেন, 'ওয়াসার সিস্টেম লস, পানির অপব্যবহার, দুর্নীতির খরচ রাজধানীবাসী বহন করবে না।'

এ সময় তারা ওয়াসার কার্যক্রমকে জবাবদিহিমূলক ও স্বচ্ছ করতে সংস্থাটির ঊর্ধ্বতন পদগুলোতে পরিবর্তন আনার দাবি জানান।

Comments

The Daily Star  | English

Army given magistracy power

In order to improve law and order, the government last night gave the power of magistracy to commissioned army officers for 60 days.

1h ago